মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ ০২-১২-২০ইং
ঝিনাইদহ থানাধীন ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে ০২-১২-২০ ইং তারিখে হলিধানি সাকিনস্থ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বাসায়।এ সময় একটি মোটরসাইকেল চুয়াডাঙ্গার দিক থেকে ঝিনাইদহের দিকে আসার সময় ভেটেরিনারি কলেজের সামনে তাকে সিগন্যাল দিলে সে সিগন্যাল না মেনে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে থাকে।
এ সময় ডিবি পুলিশের একটি টিম তার পিছু ধাওয়া করে ঝিনাইদহ থানাধীন লেবুতলা গ্রামের খালধার পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক কুশই মন্ডলের গোয়াল ঘরের পিছনে লিচু গাছের নিচ হইতে ৫৮ ( অাটান্ন) বোতল ফেন্সিডিল সহ আসামি মোঃ বকুল হোসেন (৩৩),পিতা- আব্দুল হান্নান,সাং- আকন্দ বাড়ীয়া ,থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে।