August 30, 2020 মোঃ তারেক ইসলাম সিয়াম,টাংগাইলে প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী কেন্দ্রীয় গোরস্থানের সামনে রোববার (৩০ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জহিরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)। গ্রেপ্তারকৃত মো. জহিরুল ইসলাম ওই গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানীর কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে র্যাবের একটি দল পাটখাগুরী এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি সিমকার্ড সহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।