টাংগাইলে সখীপুরে মাস্ক না পড়ায় কাউন্সিলরসহ ৭ জনকে জরিমানা

0
5

August 21, 2020 মোঃতারেক ইসলাম সিয়াম, টাংগাইলে প্রতিনিধি: বিস্তারিত : টাঙ্গাইলের সখীপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় পৌরসভার এক কাউন্সিলরসহ ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে পৌরশহর ও উপজেলার শালগ্রামপুর বাজারে ইউএনও আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন। জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক আড্ডা জমানোর দায়ে ১ হাজার টাকা। অন্যদিকে পৌর শহর ও উপজেলার শালগ্রামপুর বাজারের ৬ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, মাস্ক ব্যবহার না করায় সখীপুর পৌরসভার এক কাউন্সিলরসহ ৭ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here