টাঙ্গাইল সখিপুরে দেবরের বৈঠার আঘাতে  ভাবি নিহত;

0
24

মোঃ তারেক ইসলাম সিয়াম, টাংগাইলে প্রতিনিধিঃ
বিস্তারিত : টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে ভাবী সাজেদা বেগম (৬০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের মৃত শওকত দেওয়ানের স্ত্রী। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে সখীপুর থানায় মৃতআবদুল আলী দেওয়ানের ছেলে দেবর হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হয়ে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় সাজেদা বেগমের মৃত্যু হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here