মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইহাট গ্রামের জসিম শেখ (২৮) পিতা মোঃ ইসমোত শেখ মাতাঃ শিরিনা বেগম ও একই গ্রামের লায়েক কাজি (২৯)ও পিতা সাদেক কাজি, মাতাঃ আলোগাজি যশোর বেনাপোল ৩ নং ওয়ার্ডে স্হানীয় হাতে ভুয়া মার্দাসা টাকা আদায় করতে যেয়ে হাতে নাতে ধরে, তখন তারা বলে আমরা গোপালগঞ্জ দিগনগর ইউনিয়নের মার্দাসার টাকা /চাঁদা আদায় করতে এসেছি তাদের কাছ থেকে স্থানীয় এলাকার মানুষ সুরা কালাম শুনতে চায়লে বলতে পারে না দিগনগর মার্দাসায় ফোন দেওয়া হয় তাদের নাম ও মার্দাসার নায় জানান মার্দাসার শিক্ষক তখন তাদেরকে আটকে রেখে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়,