কাপাসিয়া প্রতিনিধি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছোট বোন ও বিশিষ্ট শিল্পপতি আলম সাহেবের মা মরিয়ম হেলাল আর নেই। গত রোববার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মরিয়ম হেলালের মৃত্যুতে তাজউদ্দীন আহমদের কন্যা কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি শোক প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ বিকেল ৫ টায় কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।