তুরাগে বিপুল পরিমান নকল সীল ও জাল কাগজপত্র উদ্ধার গ্রেপ্তার -৩

0
26

ইসমাইল হোসাইন (ঢাকা)

গত কাল ৩১ শে জুলাই রাজধানীর তুরাগ থানাধীন চন্ডালভোগ এলাকার পুকুরপাড় মসজিদ মার্কেটে অভিযান চালিয়ে উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাদের নকল সীল, নকল পুলিশ ক্লিয়ারেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ বিপুল পরিমান জাল কাগজপত্রসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব । র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ( এএসপি ) ফারজানা হক গনমাধ্যমকে বলেন, সোমবার বিকেল ৪টার দিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৩) এর একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে, চন্ডালভোগ পুকুরপাড় মসজিদ মার্কেটে অভিযান চালিয়ে মোঃ হুমায়ুন কবির (৩৮), মহসিন সাব্বির (৫০) ও মোঃ কামাল হোসেন (৩৮) নামে ৩ প্রতারককে আটক করে । এসময় তাদের অফিসে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির ভিন্ন নামীয় ড্রাইভিং লাইসেন্স ১৩০ টি, গাড়ি চালানোর অস্থায়ী অনুমতি পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র ৫৫ সেট, নকল পুলিশ ক্লিয়ারেন্স ২০ সেট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন পত্র ৫ সেট, পুলিশ কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন ৭ সেট, ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম ৭ সেট, বিআরটিএ কর্তৃপক্ষসহ বিভিন্ন নামের সীল ৪ টি এবং নগদ ৬২ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়। পরে এই ব্যাপারে র্যা বের পক্ষ থেকে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here