দখিন হাওয়া সাহিত্য পরিষদের আয়োজনে সম্মাননা প্রদান আলী আজীম

0
12

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

মোংলা উপজেলার অফিসার্স ক্লাবে কোভিট-১৯ এর সম্মুখ যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ সম্মাননা ও এক মিনিট অবিরাম করোতালী কর্মসূচীর আয়োজন করে দখিন হাওয়া সাহিত্য পরিষদ। মঙ্গলবার(১সেপ্টেম্বর)বিকাল ৫:৩০মিঃ এ অনুষ্ঠানে দখিন হাওয়া সাহিত্য পরিষদের আয়োজনে কোভিট-১৯ এর সম্মুখ যোদ্ধা মোট ০৯ জনকে সম্মাননা প্রদান করা হয়। করোনা যোদ্ধারা হলেন,মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার,মানুষের সেবায় মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধরণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,চিকিৎসা সেবায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডঃ জিবিতেষ বিশ্বাস,সিনিয়র নার্স সালেহা বেগম,মোংলা পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, নৌবাহিনীর ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার জনাব এম কামাল হোসেন,সহকারী কমিশনার (ভূমি)নয়ন কুমার রাজবংশী, মানবাধিকার কর্মী সুমি লীলা এবং মৃত্যুদেহ গোসল দান থেকে শুরু করে দাফন সম্পন্নকারী জনাব আব্দুস সালামকে এ সস্মাননায় ভূষিত করা হয়। এর আগে স্বাগত বক্তব্য রাখেন মোংলা দখিন হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি আফরোজা হীরা। এ সময় সস্মাননা প্রাপ্ত অতিথিরা বলেন, করোনা কালের এই দূর্যোগে মোংলা উপজেলার প্রতিটি মানুষ কে সচেতনতা মুলক কর্মকান্ড করতে আমরা নিরলস কাজ করে গেছি। বিশেষ করে মোংলা উপজেলা প্রসাশনের ভূমিকা ছিলো সবথেকে বেশি।সরকারি নির্দেশ মোতাবেক জনস্বাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বা- নৌবাহীর কঠোর ভুমিকার কারনে হয়তো বা মোংলাবাসী করোনা সংক্রমন থেকে অনেকটা রক্ষা পেয়েছে।বক্তারা আরো বলেন,করোনা কালে লগডাউনের ঘরবন্ধি মানুষের মাঝে উপজেলা প্রসাশন সহ ব্যাক্তি উদ্যোগে ব্যাপক করোনা ভাইরাসে সচেতনতা প্রচার সহ দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। পরে এক মিনিট করতালি দেয়া হয় করোনা সম্মুখ যোদ্ধাদের। পরিশেষে করোনা সস্মুখ যোদ্ধাদের নিয়ে রচিত সংঙ্গীত পরিবেশন করেন মোংলার স্থানীয় তরুন সংঙ্গীত শিল্পি জীবন। এ সময় বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিত্য,মোংলা সাহিত্য পরিষদের সকল সদস্য সহ গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here