হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে মায়ের আঁচল মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে মায়ের আঁচল মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
চিকিৎসা কেন্দ্রের পরিচালক শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।