ডেস্ক রিপোর্ট।
ইতালি পৌঁছেছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসান। গত শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে রোম আন্তর্জাতিক ফুমিচিনো বিমানবন্দরে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। শামীম আহসান ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত রোমে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে শামীম আহসান নাইজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।