এস এম খলিলুর রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
বিস্তারিত : হবিগঞ্জ নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুুুপুরে নবীগঞ্জ পৌরসভা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।
এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন।
এস এম খলিলুর রহমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
তাং ১১/০৮/২০২০
মোবাইল ০১৭১৩৮০৫০৫৯