চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টু :
উত্তরবঙ্গের ভারী শিল্প লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের আখের জমিতে আগুন লেগে আড়াই একর জমির ৪০ থেকে ৫০ মেঃ টনঃ আখ পুড়ে গেছে। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
রবিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর নরেন্দ্রপুর খামারের আওতাধীন আখের জমিতে এই ঘটনা ঘটে । এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনেন উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল । নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এবিষয়ে মিলের জি,এম (খামার) আনিছুজ্জামান বলেন, ২৪ ঘন্টার মধ্যে পুড়ে যাওয়া আখ মাড়াই করতে হবে।
তিনি বলেন ইতি মধ্যে এবিষয়ে মিলস্ কতৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে লালপুর থানায় একটি জিডি করা হয়েছে । এব্যাপারে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমিন বলেন, একজনের মোবাইল ফোন থেকে রাত ৭ টা ৫০ মিনিটের দিকে আমাদের খবর দেয়। ৮ টার সময় আমরা ঘটনা স্থলে পৌঁছে রাত ৯ টা ২৫ মিনিটের দিকে আগুন নিভাতে সক্ষম হয়।