নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;- টাঙ্গাইলে নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশাল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্প্রতি নাগরপুর উপজেলার মামুদ নগর ইউনিয়নের শুনসী গ্রামে বঙ্গবন্ধু মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শুনসী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাড়িগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আলমাছ উদ্দিন, মাষ্টার মো. মজিবুর রহমান, মামুদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. মিয়ার চান মোল্লা, সুবেদ রাজবংশী, ডা. মো. আব্দুল আওয়াল, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
মামুদ নগর ইউনিয়নের শুনসী গ্রামে বঙ্গবন্ধুর নামে নতুন খেলার মাঠ করায় শত শত নারী পুরুষ উৎসবে মেতে উঠে। এই গ্রামে মাঠ না থাকার কারনে ছাত্ররা খেলা ধুলার আগ্রহ থাকা সত্বেও তারা বঞ্চিত ছিল। মাঠটি হওয়ায় প্রায় ৫টি গ্রামের ছোট বড় ছেলে মেয়েরা যেন প্রাণ ফিরে পেলো। লেখা পড়ার পাশা পাশি খেলা ধুলা করতে পাড়বে এ মাঠে। বঙ্গবন্ধুর নামে মাঠটি নাম কারন হওয়ায় গ্রামের মানুষ অনেক খুশি। এই নতুন মাঠটি খানাখন্দ অবস্থায় আছে সরকারের কাছে গ্রামবাসী মাঠটি সংস্কার করে খেলা ধুলার উপযোগী করা দাবী জানান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।