মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ছোট চৌগ্রামে কলেজ ছাত্রী নুসরাত জাহান তৃপ্তির লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। সে হোমিও চিকিৎসক আওয়াল হোসেনের ছোট কন্যা। এবার সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজ থেকে এইসএসসি পাশ করেছে।
হত্যা না আত্নহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্য কানাঘুষা চলছে। প্রতিবেশিরা জানায়, তৃপ্তি মেধাবি শিক্ষার্থী ছিলো, সে এসএসসি তে জিপিও- ৫ পায়। এলাকায় সবার সাথে তাঁর সৎ ব্যবহার ছিলো। বুধবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহান তৃপ্তির বাবা ও মা কে থানায় নিয়ে এসেছে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি ও সহকারী পুলিশ সুপার জামিল আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত বেবস্থা নেওয়া হবে।