মোঃ বেল্লাল হোসেন বাবু নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় লালোর ইউনিয়নের বড়বারৌহাটি গ্রামে আলেয়া বেগম ও তাঁর পরিবারকে উচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষরা।
আলেয়া বেগম অভিযোগ করে বলেন, ২০০৬ সালে ক্রয় সূত্রে সাড়ে ৪ শতক জমি ভোগ দখল থাকা অবস্থায় বাড়ির চারপাশে অবৈধভাবে বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। রবিবার মধ্য রাতে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় এবং হাসুয়া দিয়ে টিনের বাড়িতে হামলা করে, হত্যার উদ্দেশ্যে টিনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ভাংচুর ও ক্ষতিসাধন এবং বাড়ির পাশের চালায় আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়ির লোকজন ভয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে প্রতিবেশি উজির আলী তাঁর জমি দখলের জন্য উঠপড়ে লেগেছে। তাদের উচ্ছেদ করার জন্য মিথ্যা মামলা দেয়ার ও অভিযোগ করেন তারা। এ বিষয়ে গ্রাম্য শালিশে রায় দেয়া হলেও তা মানতে নারাজ উজির। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।