চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টু’:
নাটোরের গুরুদাসপুরে মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় মেয়ে ববি আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জামাতাকে মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে মেয়ে ববি খাতুন ব্লেড দিয়ে তার মা সেলিনা খাতুনকে গলা কেটে হত্যা করে।
২২ মার্চ সোমবার সন্ধ্যায় সকলের অগোচরে মাকে হত্যার পর মায়ের ৯ ভরি স্বর্নলংকার ও ১৭ হাজার টাকা লুটে নেয় মেয়ে ববি। এর পর দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে মালামাল লুটে নিয়ে গেছে বলে চিৎকার করতে থাকে। ঘটনার পর রাতব্যাপী নাটোর জেলা পুলিশ ও রাজশাহীর সিআইডি ক্রাইসিন ম্যানেজমেন্ট টিম তদন্ত, আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদে নির্মম এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেন। পরে ববি খাতুন মাকে হত্যার কথা স্বীকার করলে তাকে আটক করা হয়।