নুরুন্নবী নবীন,নোয়াখালী জেলা প্রতিনিধি ঃ
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।
বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ’জান্নাত হত্যাকাণ্ডের সঙ্গে মইফুল ইসলাম সরাসরি জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দিতে তার নাম উঠে আসে।