নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখলীর বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে কিশোর গ্যাং, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং নিয়ন্ত্রনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনির সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব।
বেগমগঞ্জ থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রনের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার ১৬ ইউনয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য ও আনসার সদস্যবৃন্দ।