নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ টি ড্রেজার মেশিনে আগুন

0
18

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করেছে প্রশাসন ১৯ আগস্ট (বুধবার) দুপুরে ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জানা যায়, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের আমির হোসেন ডাক্তার বাড়ী এলাকার আমিন উল্যার ১৫০ শতাংশ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে নুর আলম মেম্বারের ছেলে মিরাজ। প্রশাসনের বাধাঁ উপেক্ষা করে গত ২মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল মিরাজ ও তার লোকজন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার মেশিন জব্দ করে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মেশিনগুলো আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here