রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি
আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিমদের সাথে নিয়ে দোয়া, কেক কাটা এবং দুপুরের খাবারের আয়োজন করে নোয়াখালী জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেন্জ কার্যালয়ের পুলিশ সুপার হাসান বারী নূর, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান শেখ, হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক, সরকারি শিশু পরিবারের অতিরিক্ত উপ তত্ত্বাবধায়ক ফেরদাউস আলম সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন প্রমুখ । অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।