নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান, ৩টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-১

0
11

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার(ডিবি)অফিসার ইনচার্জ কামরুজ্জান সিকদারের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃআবু হুসাইন এবং অফিসার ফোর্সের সমন্বয়ে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ২০/০৯/২০২০ইং সোনাইমুড়ী থানাধীন ৮নং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সোনাইমুড়ী থানার মাদক,চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রেজা আহাম্মদ অভি(২৩), পিতা-মৃত আব্দুল ওহাব, মাতা-শাহজাদী সুলতানা, সাং, কালিকাপুর(হানিফ প্রফেসর বাড়ী)৮নং সোনাপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী বাসিন্দা অভিকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র (পাইপগান),একটি টিপ চাকুসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির এসআই(নিঃ)মোঃজাকির হোসেনের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সোনাইমুড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here