নোয়াখালীতে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

0
10

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ

আজ ২২ আগস্ট (শনিবার) নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন। এসময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপন ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকা কোম্পানীগঞ্জের চরএলাহী, সুবর্ণচরের সৈয়দ বাজার ও হাতিয়ার জনতা বাজার এলাকা পরিদর্শন করেন। নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, নদী ভাঙন রোধে সরকার সল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। মেঘনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। নদী ভাঙন পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল আহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here