নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

0
37

শারমিন শাহরিয়ার ইতি। চাটখিল উপজেলা প্রতিনিধি। চাটখিল, নোয়াখালী।

নোয়াখালীর চাটখিল উপজেলায় আখিঁ আলমগীর (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছেন চাটখিল থানা পুলিশ। গতকাল ২১সেপ্টেম্বর ( সোমবার) এই ঘটনা ঘটে।সোমবার রাত ৮টার সময় পুলিশ নিহত আখিঁ আলমগীরের মরদেহ উদ্ধার করেন। নিহত আখিঁ আলমগীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামের সুরু বাড়ির আলমগীর হোসেনের কন্যা। নিহত আখিঁ আলমগীর(১৩)পরকোট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো আখিঁ আলমগীরের এই ঘটনা আখিঁ আলমগীরের বাসায় জানাজানি হয়ে গেলে তার মা তাকে বকাবকি করেন। যার সূত্র ধরেই,গতকাল সোমবার বিকালে পরিবারের সবার অজান্তে আখিঁ তার নিজের শয়নকক্ষে গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চাটখিল থানা পুলিশ। এবং সন্ধ্যার পর রাত ৮টার সময় পুলিশ তার নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। মূলত প্রেম ঘটিত কারনেই এমন অপমৃত্যু হয়েছে বলে আশা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here