রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় নদীর পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে সাহাব উদ্দিন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সাহাব উদ্দিন উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে। আজ ১৩ সেপ্টেম্বর(রবিবার) সকাল সাড়ে ১০টার সময় চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবেশী ও উদ্ধারকারী নেওয়াজ জানান, নিহত সাহাব উদ্দিন সকাল পৌনে ১০টার দিকে মেঘনা নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ নদীর পাড় ধসে পড়ে মাটির নিচে চাপা পড়ে সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটির নিচ থেকে চাপা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে