পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় ২৮ সেপ্টেম্বর সোমবার সোলার ল্যাম্প স্থাপন করা হয়েছে।উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের (২০১৯-২০২০ অর্থবছরের কাবিখা এবং টি আর এর অর্থায়নে) ১নং ওয়ার্ডের কড়ুলিয়া খেয়াঘাট সংলগ্ন রোড, কড়ুলিয়া সার্বজনিন মন্দির প্রাঙ্গন, খড়িয়া গোয়ালবাড়িয়া সার্বজনিন মন্দির প্রাঙ্গন, খড়িয়া লেবুবুনিয়ার চক সার্বজনীন মন্দির প্রাঙ্গন ও খড়িয়া বাসাখালী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সোলার ল্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত সোলার ল্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কে এম আরিফুজ্জামান (তুহিন)। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো আছাবুর রহমান সরদার সহ এলাকার লোকজন।