মোঃ ফসিয়ার রহমান :-
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে লস্কর ইউপির খড়িয়া খালধার পাড়ের নুরুজ্জামান সরদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন ।
মামলা সুত্র জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চাঁদখালী ইউনিয়নের কাটা খালী শিববাটি রাস্থার উপর মাদক কেনাবেচা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালালে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় পুলিশ আব্দুল্লাহ আল মামুনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়।
আটক আব্দুল্লার স্বীকার উক্তি মতে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। এ সময় খড়িয়ার আজিজুলের ছেলে ফয়সাল ও আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের রজব আলীর ছেলে শাহিন পালিয়ে যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রেখে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইন ৩৬( ১) এর ১০ (ক)/৪১ অপরাধ করায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার ওসি এজাজ শফী বলেন মাদকের ব্যাপারে কাওকে কোন প্রকার ছাড় দেয়া হবে না এবং এদের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।