পিকনিকের নৌকায় নারীসহ আটক ১৫ জন;

0
17

রমিজুল ইসলাম,নাটোর প্রতিনিধি।

নাটোরের চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা এবং মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করায় গুরুদাসপুর থানা পুলিশ তাড়াশ থেকে আগত নৌকায় অশ্লীল নৃত্য চলার সময় দুজন নর্তকীসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। ১/ মোঃ মিনারুল ইসলাম(২৫) পিতা আব্দুল লতিফ উত্তর সাহাপাড়া থানা শেরপুর জেলা বগুড়া, ২/ মোঃ অালীফ(৩৫) পিতা রজব আলী, ৩/ মোঃ ফরহাদ(২৪) পিতা অাহসান, ৪/ সুজন(২৯) পিতা অাত্তাব, ৫/ নাজমুল হক(২২) পিতা সাইদুর, ৬/ অামিরুল ইসলাম (২২) পিতা মৃত অামজাদ, ৭/ মোঃ নয়ন(২৩) পিতা রবিউল শেখ, ৮/ সাদ্দাম হোসেন (৩২) পিতা গুল মামুদ, ৯/ মিজানুর রহমান (২৬) পিতা মৃত এলাহী মন্ডল, ১০/ হাসিনুর রহমান (২৩) পিতা অাব্দুস সোবহান সর্ব সাং নাদোসৈয়দপুর, ১১/ অালামিন(২২) পিতা অাঃ জব্বার সাং চরকুশাবাড়ী, ১২/ শাহিন (২৩) পিতা মুক্তার হোসেন , ১৩/ শ্রী মিলন কুমার (৩৫) পিতা বসুদেব মন্ডল উভয় সাং চরহামকুরি থানা তারাশ জেলা সিরাজগঞ্জ, ১৪/ মোছাঃ মনিরা (২২) পিতা অাবু বক্কর সিদ্দিক, ১৫/ বিউটি (২৫) স্বামী মোঃ মিনারুল ইসলাম উভয় সাং উত্তর সাহাপাড়া থানা শেরপুর জেলা বগুড়া, আটককৃত সবাইকে অদ্যই বিজ্ঞ অাদালতে চালান প্রদান করা হয়েছে। অভিযান প্রসঙ্গে ওসি মাজহারুল ইসলাম বলেন বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে এইসব অশ্লীল কাজের অভিযোগ আমাদের কাছে আসছিল তার সুত্র ধরেই এই অভিযান চালানো হয়, আর ভবিষৎ এ ধরনের নোংড়া কাজের যেন পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here