পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝগড়ার জের ধরে কুপিয়ে জখম;

0
13

পিরোজপুর প্রতিনিধি, মেহেদি হাসান রাজু।
বিস্তারিত: পিরোজপুরের মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ গ্রামে গত কাল শনিবার সন্ধা পর ঝগড়ার জের ধরে স্কুল ছাত্রসহ ২ জনকে কুপিয়ে জখম করা হয়। আহতরা হলো ওয়াহেদাবাদ মোঃ হাওলাদারের ছেলের ছোট ছেলে ।
এবং মিরুখালী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রাব্বি(১৫) ও একই গ্রামের সৌদী প্রবাসী মোঃ নিজাম হাওলাদারের ছেলে মোঃ রাকিব(১৭)। আহত রাব্বিকে মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থা সেখান থেকেই গুরুতর অবস্থা হওয়াতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবসীর সূত্রে জানাযায়, শনিবার সন্ধায় বাড়ির সামনে বসে রাব্বি ও রাকিব মোবাইল চালাবার সময় চাচাত চাচা আল মামুন(৩৩) পেছন থেকে অতর্কিতে দাউ রামদা দিয়ে রাব্বি ও রাকিবের গলা ও হাতে কুপিয়ে জখম করে। এসময় তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। আল মামুন একই গ্রামের মৃত মোকলেচ হাওলাদারের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ,জ,ম মাসুজ্জামান জানান, ঘটনা অবহিত হয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এতটুকু যানা গেছে এবং এর পরে পুলিশ ফিরে আসলে বিস্তারিত ঘটনা তুলে ধরবে বলে জানিয়েছেন। বিস্তারিত আসিতেছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here