বেনাপোল প্রতিনিধি মোঃআবু বাক্কার সিদ্দিক
পেয়াজ নিয়ে কারসাজি দাম বাড়িয়েছে দ্বিগুন। নেই রসিদ-দামের তালিকা-বিস্তর অভিযোগে বেনাপোলের সুরুজ মিয়াসহ তিনটি প্রতিষ্টানে ৩০হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইউএনও পূলক কুমার মন্ডলের নের্তৃত্বে ভ্র্যাম্যমান আদালত ।এসময় নিরাপদ খা্দ্য পরিদর্শক রাসেদা বেগম ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সহ বাজার কমিটির নেতারা উপস্তিত ছিলেন। মিশর চিন মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে আসবে পেয়াজ দাম থাকবে নাগালের মধ্যে।রাখি করা পেয়াজ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তথ্য দিয়ে সহযোগিতার আহব্বান-