প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে প্রতিবন্ধীদের ঘর নির্মাণের উদ্বোধন

0
13

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় প্রতিবন্ধীদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এবং এনসিসি ব্যাংকের অর্থায়নে বুদ্ধি প্রতিবন্ধীদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এনসিসি ব্যাংকের জোনাল অফিসার তাহের আহমেদ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ৫ লাখ টাকা ব্যয়ে তাদের একটি বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাক প্রতিবন্ধীদের জন্য এই ঘর নির্মাণ করা হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, সদর উপজেলার নির্বাহী অফিসার ফারজানা জাহান উপমা, এনসিসি ব্যাংকের রিজোনাল ইনচার্জ তাহের আহমেদ, এনসিসি ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ম্যানেজার এমদাদুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here