ফকিরহাটে শেখ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

0
16

আলী আজীম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে শেখ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নলধা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মিলানায়তনে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় হত দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান অনু্ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মোঃ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, ফকিরহাট শেখ হাসিনা কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিহার কান্তি ফৌজদার,মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক শিশির দাশ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নলধা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ হিরা। শেখ লুৎফর রহমান ফাউন্ডেশনের সভাপতি সিউলি জামানের সার্বিক পৃষ্ঠপোষকতায় শেখ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০জন হত দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ৫শত টাকা করে মোট ১০হাজার টাকা অর্থিক অনুদান প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here