মোঃকাঞ্চন লস্কর চাঁদপুর প্রতিনিধি
১৭/৯/২০২০ইং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬/০৯/২০২০ খ্রিঃ রাতে পুলিশ পরিদর্শক জনাব শহিদ হোসেনের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম, এএসআই গোলাম রসূল সঙ্গীয় ফোর্সসহ ২নং বালিথুবা ইউনিয়নস্থ দেইচর গ্রামের শাহআলম শেখের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ২১০০ পিছ ইয়াবা ও নগদ ২০০০০/ (বিশ হাজার) টাকা সহ মাদক ব্যাবসায়ী ১) হাসিব, পিতা- শাহ আলম শেখ ২) শাহআলম শেখ, পিতা- ইমাদ আলী শেখ, উভয় গ্রাম- দেইচর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর দ্বয়কে গ্রেফতার করে। ১ নং আসামি চট্টগ্রামে UBER এ গাড়ি চালায়। সে সুবাধে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে স্থানীয় ভাবে ও চাঁদপুর শহরে বিক্রি করে। ২নং আসামি, ১ নং আসামিকে সহায়তা করে। এ সংক্রান্তে ফরিদগঞ্জ থানার মামলা নং ২৫, তাং- ১৭/০৯/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ ( খ) রুজু করা হয়।