কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে।
মো. আবেদুর রহমান আবেদকে সভাপতি ও মো. মুহিবুর রহমান আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গত ১৯ মার্চ নবগঠিত জেলা কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হেমায়েত খান হায়দার ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল প্রিন্স।