বরগুনার পাথরঘাটা ০২ টি গাজা গাছসহ ০১ জন গাজা চাষী গ্রেফতার।

0
8

বরগুনা প্রতিনিধি

বরগুনা পাথরঘাটা থানাধীন নাচনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল হাওলাদার (২৯) নামের একজন গাজা চাষী কে গ্রেফতার করে পটুয়াখালীর র‍্যাব-৮ এর সদস্যরা।

২ নং নাচনাপাড়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের নিজাম হাওলাদারের পুত্র।

র‍্যাব-৮ এর তথ্য মতে, পটুয়াখালী র‍্যাব-৮ এর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সোহেল হাওলাদার (২৯) নামের এক গাজা চাষি কে গ্রেফতার করেন, আটককৃত ব্যক্তির নির্মাণধীন বাস ভনের ছাদের উত্তর পাশের্ব ০২ টি সিমেন্ট এর তৈরী টবে লাগানো কথিত ০২ (দুই) টি গাঁজা গাছ জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তার বাড়ির ছাদে ২০-২৫ টি গাঁজার গাছ লাগিয়েছিল কিন্তু অতিবৃষ্টির কারণে গাছগুলো ছোট থাকতেই মারা যায়। তিনি নিজে গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে এই গঁাজা গাছগুলো অতি গোপনে চাষ করে আসছিলেন।

আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র‍্যাব বাদী হয়ে একটি মামলা দায়েয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here