আরিফুল রেজা.
বানিয়াচং উপজেলা সদরে এক কিশোরি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে ২০/০৯/২০২০ তারিখে আনুমানিক সকাল ১০টায় তার নিজের স্বয়নক্ষকের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেছিয় গলায় ফাসি দিয়ে আত্মহত্যা চেষ্টা করে কলি আক্তার (১৭) নামের কিশোরি,ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন,পরে বানিয়াচং থানার অধিনে কিশোরির লাশ মর্গে প্রেরণ করা হয়। মৃত কিশোরি উপজেলা সদরের তাম্বুলীটুলা গ্রামের হোটেল ব্যবসায়ী রায়হান মিয়ার মেয়ে। প্রাথমিক ভাবে প্রতিবেশি সূত্রে জানা যায় পারিবারিক অভিমানের কারনে হয় তো আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে ধারনা করছেন। মর্গের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।