এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা : হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কালে ভুয়া সিল স্বাক্ষর ও সরকারি (১০০)টাকার চালান সহ ২ প্রতারক কে গোপন সূত্রে খবর পেয়ে আটক করেছে স্হানীয় বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান। জানা যায় যায় যে, উপজেলা সদরের জাতীয় পরিচয় পত্র নির্দিষ্ট তারিখ ও নিয়ামানুযায়ী ০২ ডিসেম্বর বুধবার সকাল থেকে বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদ এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হয়। কিন্তু কোন কোন এলাকার সহজ সরল সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে নানা রকম সমস্যা দেখিয়ে ৩ শত ৪৫ টাকা আবার কোন কোন ব্যাক্তির কাছ থেকে ১০০টাকা করে আদায় করেছে।এতে ভুয়া সিল স্বাক্ষর ও সরকারি চালান কোড দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একদল লোক।এমন পরিস্থিতে বানিয়াচং ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান দুই জনকে আটক করেছেন। আটকৃতরা হলো হবিগঞ্জ পৈল গ্রামের জাহেদ মিয়া(৩২) ও শাহিন মিয়া (৩০)।বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আটকৃতদের কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।