ইফফাত আরা জামান ঊর্মি এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি
: হবিগঞ্জ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতে মোঃ রুবেল মিয়া নামে এক গাজা সেবনকারী মাতাল ও গাজা রাখার অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড করা হয়েছে। সে বানিয়াচং উপজেলা সদরের পুরান তোপখানা গ্রামের মোতালিব মিয়ার পুত্র। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। ১৭ আগষ্ট সোমবার রাত সাড়ে ৮ টায় সদরের হাজরাপাড়া গ্রামে রুবেল গাজা সেবন করছিল।গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।এসময় তার কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য সেবন এবং নিজ হেফাজতে গাজা রাখার অপরাধে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত দন্ড প্রদান করা হয়। এব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজা সেবন ও হেফাজতে রাখায় ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই শত টাকা অর্থদন্ড করা হইয়াছে।