বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতে দুই মাতালের কারাদন্ড

0
10

এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই মাতালকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ২২ আগষ্ট সোমবার রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান (২৪) ও একই গ্রামের কিতাব আলীর পুত্র রাজন মিয়া (২৫) কে ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ সময়ে চোলাই মদসহ পুলিশ মাতাল অবস্থায় তাদেরকে গ্রেফতার করলে বিচারক আলামত ও উপস্থিত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে উপরোক্ত দন্ড প্রদান করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ লঙ্ঘন করায় উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here