আরিফুল রেজা বানিয়াচং প্রতিনিধি :
বানিয়াচংয়ে গাজা সেবন ও হেফাজতে রাখার অপরাধে এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। সে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মৃত আঃ গফুরের পুত্র রাজু মিয়া (২৫)। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার আলমপুর গ্রাম থেকে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় রাজু মিয়াকে গাজা সেবন এবং নিজ হেফাজতে গাজা রাখার অপরাধে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত দন্ড প্রদান করা হয়। এব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজা সেবন ও হেফাজতে রাখায় উপরোক্ত আসামীকে ০৬ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।