হবিগঞ্জ প্রতিনিধি কবি এম আর ঠাকুরঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে পেয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে ব্যাবসায়ীরা কারসাজি করে যাচ্ছেন। সকাল-বিকাল দাম বৃদ্ধি করে পেয়াজের মূল্য সাধারনের নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ব্যাবসায়ী দোকান থেকে পেয়াজ সরিয়ে ফেলছেন। কিছু কিছু ব্যাবসায়ী সকালে যে দামে পেয়াজ বিক্রি করেছেন, তিনিই বিকেলে আরও বেশি দামে বিক্রি করছেন। যে কারনে পেয়াজের বাজারে দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ সমস্ত বিষয়ে সাধারন মানুষের নিকট থেকে অভিযোগ পেয়ে ১৬সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ ঠার সময় উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বানিয়াচং উপজেলার বড়বাজারের ৩টি ব্যাবসা প্রতিষ্টানকে ২৫হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ৪৫ টাকা কেজির পরিবর্তে ৭০টাকা কেজি করে পেয়াজ বিক্রি করার কারনে বড়বাজারের ব্যাবসায়ী আমীর হোসেন মিয়াকে ১০হাজার টাকা,আওলাদ মিয়াকে ১০হাজার ও মুহিবুর মিয়াকে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করেনথর্ভছ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। ভ্রাম্যমান কোর্টকে এসময় সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুস ছাত্তার