লিখিত বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী মিয়া মত্তলেই বলেন, বারবাডোসের কাউকেই রাষ্ট্রপ্রধানের পদে দেখতে চায় বারবাডোসবাসীরা।
১৯৬৬ সালে সাবেক এই ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল এমন অন্যান্য কিছু দেশের মতোই ব্রিটিশ রাজতন্ত্রের সাথে একটি আনুষ্ঠানিক যোগসূত্র বজায় রেখেছিল বারবাডোস।
দেশটির সরকারের মন্তব্য, আমাদের ঔপনিবেশিক অতীত পুরোপুরি পেছনে ফেলে আসার সময় হয়েছে।২০২১ সালে নভেম্বরে স্বাধীনতার ৫৫ বছরে রাষ্ট্রের প্রধান পদ থেকে রানির নাম সরিয়ে দিতে চায় তারা।
এবিষয়ে বাকিংহাম প্যালেসের বক্তব্য, বিষয়টি পুরোপুরি বারবাডোসের জনগণ এবং সরকারের উপর নির্ভর করছে।
যুক্তরাজ্যের পাশাপাশি ব্রিটিশ উপনিবেশে থাকা আরও ১৫টি দেশে এখনও রাষ্ট্রপ্রধানের পদে রয়েছেন রানী এলিজাবেথ। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকাসহ আরো বেশ কিছু দেশ রয়েছে।
রাষ্ট্রপ্রধানের পদ থেকে যুক্তরাজ্যের রানী এলিজাবেথকে সরাতে চায় বারবাডোস। ক্যারিবিয়ান এই দেশটির সরকার একটি প্রজাতন্ত্র গড়তে চায়।