শারমিন শাহরিয়ার ইতি। চাটখিল, নোয়াখালী।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার,সোনাইমুড়ী থানার উপপরিদর্শক এসআই ফারুক হোসেন চাঁদাবাজি,শ্লীলতাহানিসহ নানাবিধ অপকর্মে জড়িত থাকার অপরাধে প্রত্যাহার করা হয়।এবং চট্রগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর (সোমবার) রাতে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। এসআই ফারুক হোসেনের বিরুদ্ধে নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে নারীদের শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ রয়েছে এসআই ফারুক হোসেনের বিরুদ্ধে। নারীদের শ্লীলতাহানি হানি করার দায়ে সোনাইমুড়ি মহিলা আওয়ামীলীগের কয়েকজন নেত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বরাবর অভিযোগ পত্র প্রেরন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন প্রবাস ফেরত ব্যাক্তিদেরর বাড়িতে গভীর রাতে হানা দিয়ে তাদের ঘর তল্লাশির নামে তাদের ঘরে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে বড় অংকের টাকা আদায় করতেন। সোনাইমুড়ি উপপরিদর্শক এসআই ফারুক হোসেনের প্রত্যাহারে বিষয়টি সুনিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি আরও জানান, অভিযুক্ত এসআই ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।তাই তাকে চট্রগ্রাম ডিআইজি অফিস আদেশ নং:- ১৬-২০২০/৭৭৭ মোতাবেক বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নোয়াখালী পুলিশের রিজার্ভ অফিসের উদ্দ্যেশে ছাড়পত্র দেওয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসি কে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে এসআই ফারুক হোসেনের প্রত্যাহারে সন্তুষ্ট প্রকাশ করে আনন্দ উৎসব করেন সোনাইমুড়ীবাসী।