মোঃ তোফাজ্জল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের মুক্তি মেডিক্যালস্ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০০ পিচ নিষিদ্ধ সিনটা ঔষধ ও নগদ ১৫ হাজার ৫ শত ২৫ টাকা উদ্ধার করেছে দিনাজপুর ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ডিবি পুলিশের এসআই তানভীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আভিযান চালিয়ে ৪০০ পিচ নিষিদ্ধ সিনটা ঔষধ সহ ফার্মেসীর মালিক পৌরসভার ৪নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে আতাউর রহমান বাদশা (৫৬) ও কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস ছামাদ ছেলে নজমুল ইসলাম (২৪) কে আটক করে।
এস আই তানভীর জানায়, নিষিদ্ধ ঘোষিত মাদক সিনটা ঔষধ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে মুক্তি মেডিক্যালস্ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসীতে ৪০০ পিচ সিনটা ও নগদ ১৫ হাজার ৫ শত ২৫ টাকা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন প্রধান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।