(মোঃরাকিব মৃধা বেতাগী বরগুনা)
বরগুনার বেতাগীতে চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০ ঘটিকার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে “আমরা করবো জয় ” এর সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ঔষধ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটুর সভাপতিত্বে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন,মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন, চান্দখালি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ এস আর বাবু, মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী জালাল আহমেদ,বেতাগী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অলি আহমেদ। জানাগেছে,মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্লাড ডোনার ক্যাম্পে দুইশতাধিক গ্রুপিং করা হয়। চান্দখালী ব্লাড ফাউন্ডেশন গত জুলাই মাসে কার্যাক্রম শুরু করে এ পর্যন্ত ব্লাড ডোনার ৬ শতর সংখ্যা ছাড়িয়েছে। ইতিমধ্যে ১০০ ব্যাগ ব্লাড স্বেচ্ছায় প্রদান করেছে।