মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে একটি শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ হয়েছে। এসময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুর ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল। তিনি জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে মোড়ানো একটি হাত বোমার বিস্ফোরণ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।