বেনাপোল সিনিয়র মার্দাসার শিক্ষক আর নাই

0
21

মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল সিনিয়র মাদ্রাসার কারী শিক্ষক মাওঃ সিরাজুল ইসলাম (৫৮) গত ১ সেপ্টে ‘২০ সন্ধ্যা ৭.৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বাড়ি পার্শবর্তী বাহাদুর পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। তিনি ইসলামী সঙ্গীতের‌ও একজন শিল্পী ছিলেন। অতীতে নিজ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘদিন দায়িত্বশীল ছিলেন। । মাত্র ১০/১২ দিন অসুস্থ হয়েই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাঁর শোকাতুর স্ত্রী, তিন ছেলে সুলতা আহমাদ, সাঈদুর রহমান, ও শাহজাহান এবং চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী আজ দুঃখ ভরাক্রান্ত। দয়াময় আল্লাহ, আপনার দীনের পথে নিবেদিতপ্রাণ এই ভাইয়ের আকষ্মিক মৃত্যুতে আমরা শোকাহত। প্রচার বিমুখ অমায়িক এই মানুষটিকে ক্ষমা করে দিন । দীন ও মানুষের জন্য তার মেহনতকে কবুল করে নিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। তাঁর শোকাতুর স্ত্রী, সন্তান ও স্বজনদের এ শোক সহ্য করার শক্তি দিন। দুনিয়া ও আখেরাতে কল্যাণ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here