বেনাপোল ৯ কেজি সোনাসহ নারী পাচার কারি আটক

0
11

মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিদি

ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে নয় কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকালে আটক বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী বানেছা খাতুনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে বেনাপোল ক্যাম্পের সদ্যসরা সাদিপুর গ্রামে দুখু মিয়ার বাড়িতে গতকাল শুক্রবার অভিযান চালায়। মধ্যরাত ১২টায় বানেছা খাতুনকে সোনার নয় কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ আটক করে। জব্দকৃত সোনার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলেও জানায় বিজিবি। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, ‘বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালায়।’ ‘আটক গৃহবধুকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিজিবির কাছে স্বীকার করেছে যে সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো।’ সোনার মূল মালিককে বিজিবি আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here