ব্যাপক জনসমাগম সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অনলাইন ডেস্ক আলোচনার প্রথমেই সবার মুখে এক কথা বাঁচতে হলে বাঁচবো ইসলাম নিয়ে থাকবো। ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করছে হেফাজতে ইসলাম সিলেট। সমাবেশে লোকসমাগম হয়েছে চোখে পড়ার মতো। আজ শনিবার বিকাল ৩টা থেকে নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগেই ভরে যায় রেজিস্ট্রারি মাঠ। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। তাদের অবস্থানের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, সমাবেশে যোগ দিতে দুপুরে সিলেটে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ও মহাসচিব আল্লামা নুর হোসেন ক্বাসেমী।
এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমির মাওলানা নরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। রুখে দাঁড়াবো বাংলাদেশ ইসলাম হবে শ্রেষ্ঠ সম্মান।