ব্যক্তিগত গাড়ির চালক অশোক সালমান খানের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অশোক ছাড়াও সালমানের বাড়ির আরও দুই কর্মীও কোভিড পজিটিভ। আর তাই সালমান খান আইসোলেশনে আছেন।
সালমান খান এখনও সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি এখন।
বিগ বস-১৪ এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। সালমান নিজেকে গৃহবন্দী করে ফেলায় অনিশ্চয়তায় পড়েছে বিগ বসের ভবিষ্যৎ।
সালমান সেলিম খান এবং সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের প্রস্তুতিও নিচ্ছিলেন । ওই অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিড হানা দেয়ায় ।