ভেজাল বিরধী অভিযানে অর্থদণ্ড;

0
22

 

রমিজুল ইসলাম,নাটোর প্রতিনিধি।

বিস্তারিতঃ সহকারী কমিশনার (ভূমি), নাটোর সদর আবু হাসান এর নেতৃত্বে কাফুরিয়ার চাদপুর এলাকার দুটি বাড়িতে গোয়েন্দা (ডিএসবি) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কিষোয়ান ও বনফুলের আনুমানিক ১৫০ মণ মেয়াদোত্তীর্ণ বিস্কুট, সেমাই, চানাচুর, নুডলস্, বুটভাজা জব্দ ও ধ্বংস করা হয়। এসকল খাদ্যদ্রব্য নতুনভাবে পলিথিনে ভরে ও বিভিন্নভাবে বাজারে চোরাই ভাবে বিক্রয় করা হত। এই অপরাধে মোঃ জাকারিয়া নামে এক ব্যক্তিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি কিশোয়ান কোম্পানির অফিসার (সুপারভাইজার) হিসেবে চাকুরী করেন। অভিযানে নাটোর সদরের স্যানিটারি ইন্সপেক্টর সহায়তা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here